মন্ত্রী আরও বলেন, রমজানে সরকারের পক্ষ থেকে গরুর মাংস, দুধ ও ডিম সুলভ মূল্যে বিক্রি চলমান রয়েছে। বিভিন্ন ব্যক্তিও এ কাজে অংশ নিয়েছেন, সেটার প্রভাব পড়েছে বাজারে। আগের বছরগুলোতে বাজারে হাহাকার পরে যেতো, কিন্তু সরকারের এই উদ্যোগের কারণে এবার রোজায় সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছেন।
ফরিদপুর-১ আসনের নিজ নির্বাচনী এলাকা মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার সব ইউনিয়ন পরিষদের ৯৬ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তিনটি পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলরদের হাতে অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
এ সময় মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।