বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল বৃহস্পতিবার দিবাগত রাতেই দেশ ছেড়েছিল টাইগাররা। জাতীয় দল দেশে না থাকলেও বিসিবির অন্য বিভাগের ক্রিকেটারদের কার্যক্রম চলমান থাকছে।
জাতীয় দলের পাইপলাইনের গুরুত্বপূর্ণ ধাপ হাইপারফর্মম্যান্স ইউনিট (এইচপি)। সাধারণত জাতীয় দলের রাডারে থাকা বা ভালো পারফর্ম করা ক্রিকেটাররা থাকেন এই ইউনিটে। সেই ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে এইচপির এবারের কার্যক্রম। আগামী ২০ মে (সোমবার) এইচপির দলে থাকা ক্রিকেটারদের রিপোর্টিংয়ের কথা রয়েছে। ইতমধ্যে দলে থাকা ক্রিকেটারদেরও জানানো হয়েছে বিষয়টি।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ঢাকা পোস্টকে জানিয়েছেন দল চূড়ান্ত, শুধু সাক্ষর গ্রহণ বাকি। এই ক্যাম্পে ক্রিকেটাররা কন্ডিশনিং, ফিটনেস এবং স্কিলের উপর কাজ করবে। লিপু নিদিষ্ট তারিখ না জানালেও নিশ্চিত করেছেন আগামী সপ্তাহেই শুরু হতে যাচ্ছে এই ক্যাম্প।
এইচপির দলে দেখা যাবে সর্বশেষ যুব বিশ্বকাপ খেলে আসা বেশ কয়েকজন ক্রিকেটারকে। যারা বয়স ভিত্তিক দলে নিজেদের প্রমাণ করেছেন। বিশেষ করে রোহানতদৌলা বর্ষণ, মারুফ মৃধা, আরিফুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মাহফুজুর রাব্বিরা। তাদের সবাই রয়েছেন এই এইচপি দলে।
এদিকে বাংলাদেশ টাইগার্সের দলও প্রস্তুত বলেও জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক লিপু।