গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগুন নিয়ন্ত্রনে আনতে ১৩টি ইঞ্জিনসহ ৯৪ জন দমকল কর্মী সেখানে পৌঁছান। এদের মধ্যে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী। তাদের জরুরি ভিত্তিতে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুল্যান্স এসে পৌঁছায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশের ভাষ্যমতে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
২০১৯ সালে বিলাসবহুল বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে। বাড়িটির আনুমানিক মূল্য সাত মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৭৭ কোটি টাকা।
বিলাসবহুল এই বাংলোতে পুল, ট্রাম্পোলিনসহ আরও অনেক অভিজাত ব্যবস্থা রয়েছে। আট হাজার স্কয়ার ফিটের বাংলোটির পেছনের একটি ঘর থেকেই আগুন দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবেশীরাই দমকল বাহিনীকে খবর দেয়। দুই ঘণ্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে।
অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একের পর এক দমকল আসছে। একটি পোস্টে সকলকে ধন্যবাদ জানিয়ে কারা লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন।’
৩১ বছর বয়সী কারা ডেলেভিনে মডেল হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত। ২০১০ সালের শুরুতে ফ্যাশন মডেল হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন কারা। এরপর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘সুইসাইড গেম’-এ অভিনয় করেন।