• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর বাসচালক হত্যাকাণ্ডের মূলহোতা নান্টুসহ গ্রেপ্তার দুই অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ী স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

আদমদীঘিতে অস্ত্রসহ রাজু বাহিনীর রাজু পালোয়ান গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ ১২ মামলার চিহ্নিত আসামী ও রাজু বাহিনীর রাজু পালোয়ানকে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজু পালোয়ান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির মোস্তাকিন পালোয়ানের ছেলে।
উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকায় রাজু পালোয়ান ৮/১০ জনের একদল যুবককে নিয়ে গড়ে তোলে রাজু বাহিনী। দীঘদিন এই বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি, রাস্তায় ছিনতাই, অপহরণ, মুক্তিপণ আদায়, মারধর ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে আসছিল। পরবর্তীতে এই বাহিনী ছড়িয়ে পড়ে সান্তাহার পৌর শহরসহ পাশের জেলা নওগাঁতে। শুরু করে তাদের আরও সন্ত্রাসী কর্মকান্ড। নওগাঁতে এক যুবককে হত্যা করে পাশাপাশি শুরু করে ডাকাতি। আদমদীঘি থানাসহ নওগাঁ থানায় মামলা হয় ১২টি। চিহ্নিত সন্ত্রীতে পরিণিত হয এই বাহিনী।
গত ৩ এপ্রিল রাতে ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতির সময় সান্তাহারে এই বাহিনীর সাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পালিয়ে যায় রাজু পালোয়ান। ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামী করা হয় রাজুকে। রোববার (২১ এপ্রিল) রাতে গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজু পালোয়ানকে গ্রেফতার করে আদমদীঘি থানা পুলিশ। এ সময় তার কাছে থেকে ধারালো ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, রাজু পালোয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে আদমদীঘি থানা সহ বিভিন্ন থানায় মোট ১২ টি মামলা রয়েছে। কিছু দিন আগে ডাকাতি প্রস্তুতি কালে তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর