• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

আবারও ডাক মারলেন লিটন, শুরুতেই চাপে বাংলাদেশ

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্পোর্টস ডেস্ক :
আগের ম্যাচে মুখোমুখি হওয়া প্রথম বলেই বোল্ড হয়ে ফিরেছিলেন লিটন দাস। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রইলো।

ইনিংসের প্রথম ওভারে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার তৃতীয় বলে এগিয়ে এসে স্কয়ার লেগে ফ্লিক করেছিলেন লিটন। কিন্তু বল নিচুতে রাখতে পারেননি। যা বাতাসে ভেসে সেখানে দাঁড়ানো দুনিথ ভেল্লালাগের তালুতে জমা হয়। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে ১৪ বার ডাক মারলেন লিটন।  আর তাতে টানা দ্বিতীয় ম্যাচে স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দ্বিতীয় ওভারে নিশাঙ্কার ক্যাচ মিসে নতুন জীবন পান টাইগার দলপতি নাজমুল হাসান শান্ত। সবমিলিয়ে শুরুতেই চাপে পড়ে গেছে স্বাগতিক দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ভেল্লালাগে।

বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। একই একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। প্রথম ম্যাচ ৬ উইকেটে জেতা দলটির সামনে এবার সিরিজ জেতার হাতছানি।


আরো খবর