কেউ কেউ বলছেন, সৃজিতের সঙ্গে বাদানুবাদ হয়েছে। আবার কেউ বলেন, দুজনের সংসারে গন্ডগোল হচ্ছে।তবে কি নিয়ে হতে পারে জানা নেই কারও। যদিও অনেকের ধারণা, সৃজিতের বাড়িতে পাইথন এনে পোষাটা মানতে পারছেন না মিথিলা। কে বা মানবে?
এ নিয়ে প্রশ্ন করলে মিথিলা জানান, তিনি সাপের ভক্ত নন কখনই তবে সৃজিতকে এ নিয়ে বাধাও দেননি।
তাহলে সমস্যাটা কোথায়? মিথিলা যা বললেন তার অর্থ দাঁড়ায়, সৃজিতের স্ত্রী হওয়াটাই তার জন্য দুর্ভাগ্যের বিষয়।
সম্প্রতি অভিনেত্রী বলেন, সৃজিতকে কেউ বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করে না, কিন্তু আমাকে করে। বাংলাদেশে সবাই সৃজিতকে চেনে ভারতের পরিচালক হিসেবে। আর আমাকে সৃজিতের বউ হিসেবে চেনে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি অভিনেত্রী, অভিনয় করি। এখন পিএইচডি করছি – এটা কি আমার নিজের পরিচয় হওয়ার জন্য যথেষ্ট নয়?
জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তাহসান-মিথিলার সংসারে একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই থাকে।