• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশি কার্যক্রম গতিশীল করাসহ সার্বিক বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু সুফিয়ানের সাথে মতবিনিময় করেছেন রাজশাহীর সাংবাদিকরা। শনিবার দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে তারা এ মতবিনিময় করেন।
এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকরা বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর নতুন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ার সুযোগ সৃষ্টির পর তিন মাসেও রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল না হওয়া, মাদক ও জুয়ার বিস্তার, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। একই সাথে কিশোর গ্যাং ও বাইক পার্টির দৌরাত্ম বেড়ে যাওয়ায় সামগ্রীক পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। একই সাথে পুলিশের কোন কোন কর্মকর্তা আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের সাথে গোপন যোগাযোগ রক্ষা করায় সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হচ্ছে। এছাড়া ছিনতাইকারীদের গ্রেপ্তার না করে তাদের আগাম তথ্য দিয়ে দেয়া হচ্ছে। যা বেশ উদ্বেগের।
সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু বলেন, আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই। আরএমপিতে স্বৈরাচারী কোনো দোসরের স্থান হলে আমরা তা কখনো মেনে নেব না। তাদের অপসারণ করা না হলে আমরা পরবর্তী পদক্ষেপে যেতে বাধ্য হবো।
এসব ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, পুলিশ দেশ ও জনগনের জন্য কাজ করবে। কেউ কোনো অনিয়ম করলে ছাড় পাবে না। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আরএমপি কমিশনার।
এদিন মতবিনিময়কালে রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জুলু, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার সুজাউদ্দীন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি চ্যানেল আই এর সাংবাদিক আবু সালে মোঃ ফাত্তাহ, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব মাই টিভির সাংবাদিক শাহরিয়ার অন্তু, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগর শাখার সভাপতি গুলবার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি, অর্থ সম্পাদক মো. রনিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো খবর