• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

আরও ৬০০ বিঘা জমি সেচের আওতায় আনল বিএমডিএ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর পবা উপজেলার আরও ৬০০ বিঘা জমি সেচের আওতায় এনেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। পবার নওহাটা পৌরসভার সিন্ধুকুসুম্বী মৌজায় বিএমডিএর গভীর নলকূপের সেচনালা সম্প্রসারণের ফলে নতুন করে এসব জমি সেচের আওতায় এসেছে।

বিএমডিএর পবা জোন জানিয়েছে, ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ডিপ সেচ পদ্ধতি প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ওই এলাকায় নতুন সেচনালা নির্মাণকাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ১০ স্কিমে মোট ৫ হাজার মিটার ভূগর্ভস্থ পানির লাইন বর্ধিতকরণ করা হয়েছে। এর ফলে নওহাটা পৌরসভার অতিরিক্ত প্রায় ৬০০ বিঘা অতিরিক্ত জমি সেচের আওতায় এসেছে।

মঙ্গলবার ওই এলাকা পরিদর্শনে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেছেন বিএমডিএর চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

এ সময় বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, বরেন্দ্র অঞ্চলে পানির সংকট নিরসনে নওহাটা পৌরসভায় ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা বাড়ানো হয়েছে। প্রায় ৬০০ বিঘা অতিরিক্ত জমি সেচের আওতায় এসেছে। ফলে মানুষ ফসল উৎপাদন করতে সহজে পানি ব্যবহার করতে পারছেন।  এ সময় বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. শরীফ উদ্দিন পাঠান, কার্যসহকারী মো. শাহজামানসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।


আরো খবর