• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

আ.লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে : ফারুক

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম, সেই দেশের ক্ষমতা আজ জনগণের ওপরই ব্যবহার করা হচ্ছে।

সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আপনারা (আওয়ামী লীগ) রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করে শেষ করে দেবেন, এটা দেশের জনগণ মানবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করে জয়নাল আবেদিন ফারুক বলেন, আপনারা শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করেন। কিন্তু নিজেরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। কোন সেক্টরে যুদ্ধ করেছেন, একবার দেশের জনগণের সামনে বলুন।

ওবায়দুল কাদের একজন বড় দলের নেতা, তার কথা সংযত হওয়া উচিত বলে মন্তব্য করেন ফারুক। তিনি বলেন, আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না।

আওয়ামী লীগ প্রতিবেশী দেশের ওপর আস্থা রেখে দেশের জনগণের মানবাধিকার হরণ করছে উল্লেখ করে ফারুক বলেন, গণতন্ত্র হত্যা করবেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিকে ধ্বংস করবেন এটা সম্ভব হবে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর শরাফত আলী সপু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ. সালাম আজাদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কল্পনা রায় প্রমুখ।


আরো খবর