• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

ইভিএম এর গতি নিয়ে জাপা প্রার্থীর অসন্তোষ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২১ জুন, ২০২৩

 

রাজশাহী সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে ইভিএম নিয়ে অসন্তোষের কথা বলেছেন তিনি। বুধবার সকাল সোয়া ১০ টার দিকে নগরীর ১৬নং ওয়ার্ডের আটকষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন তিনি। পরে সাংবাদিকদের সামনে দেওয়া প্রতিক্রিয়ায় স্বপন বলেন, আমি ইতোমধ্যে নগরীর পলিটেকনিক স্কুল কেন্দ্র, টিটিসি, নওদাপাড়াসহ ছয়টি কেন্দ্র ঘুরে দেখেছি। এসময় আমি দেখেছি- ইভিএম খুবই ধীরগতিতে কাজ করছে।

ভোটের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জাপা প্রার্থী বলেন, ভোট সুন্দর পরিবেশে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম তার চোখে পড়েনি। কারো পক্ষ থেকে কোনো অভিযোগও শুনতে পাননি।

ভোটের ফলাফলের বিষয়ে সাংবাদিকরা তার মতামত জানতে চাইলে স্বপন জানান, ভোটের ফলাফল যাই হবে তিনি তা মেনে নেবেন। জনগণের রায়কে সম্মান জানাবেন বলে জানান জাতীয় পার্টির প্রার্থী।


আরো খবর