• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১ মে, ২০২৪

জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে দখলদার ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

হামলাকারী তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল অধিকৃত জেরুজালেমের পূর্বাঞ্চলে ওল্ড সিটির হেরোডস গেটের কাছে দায়িত্ব পালন করছিলেন ৩০ বছর বয়সী বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময়, তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন ওই তুর্কি নাগরিক।

এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ৩৪ বছর বয়সী ওই তুর্কি নাগরিক গুরুতর আহত হন, পরে মারা যান তিনি।

উল্লেখ্য, পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝেমধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। এতে হতাহতের ঘটনা ঘটে।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনে যুদ্ধ পরিস্থিতি চলছে। হামাস গত বছরের ৭ অক্টোবর  ইসরাইলে হামলা করে। এর পর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা, বোমা বর্ষণে করে যাচ্ছে ইসরায়েল। এ সংঘাতে এখন পর্যন্ত ৩৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।


আরো খবর