রাজশাহী সংবাদ ডেস্ক
ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের গত ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৫১ জনে।
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বিবিসি সোমবার জানায়, গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১ হাজার ৮৭৩ শিশু, এক হাজার ১০১ নারী ও এক হাজার ৬৭৭ পুরুষ রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৮৩৯ জন দক্ষিণ গাজার বাসিন্দা। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে উত্তর গাজার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে দক্ষিণে যেতে বলা হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় গাজায় আহত বেড়ে হয়েছে ১৪ হাজার ২৪৫।