• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

উন্নয়নই শেখ হাসিনার লক্ষ্য: আসাদ

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার লক্ষই উন্নয়ন বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। আওয়ামী লীগ সরকার ব্যবসা ও উন্নয়নবান্ধব সরকার। ব্যবসা-বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে সরকার। মানুষের মাথাপিছু আয়, উৎপাদন, প্রবৃদ্ধি বেড়েছে। দেশের শহর থেকে গ্রামগঞ্জ সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। রোববার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মোসলেমের মোড়, আশরাফের মোড়, তেতুলতলা বাজার, কাটাখালি বাজারে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

রোববার বিকেল আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ পবা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। আসাদ সাধারন মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।  তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অথর্নীতি আজ চাঙ্গা হয়েছে। তলাবিহীন ঝুঁড়ি হিসেবে বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ আজ উন্নত দেশে পরিণত হচ্ছে। বাংলাদেশ বিশ্বের কাছে আজ মডেল ইকোনমিক কান্ট্রি। এই সবই হয়েছে শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার মূল লক্ষ্যই উন্নয়ন।

আসাদ বলেন, সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য জনগণ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলকে নিবাির্চত করেছেন। টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। তিনিই বিশ্বের দীঘর্স্থায়ী নারী সরকারপ্রধান। মুলত তার সময়ের উন্নয়নরে কারণেই জনগন তাকে পরপর তিন বার ভোট দিয়ে বিজয়ী করেছেন। আগামী নির্বাচনের আপনার নৌকায় ভোট দিয়ে আবারও উন্নয়নের পথ খুলে দিবেন।

গণসয়যোগকালে উপস্থিত ছিলেন, রাজশাহী  জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের সদস্য শিউলি রানী, হরিয়ান ইউনিয়ন চেয়ারম্যান জেবোর আলী, হরিয়ান ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নীল আলী, পাঁচ নম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, তিন নম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রানা, সাধারণ সম্পাদক বাবলু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াসিন আলী, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাকিব উদ্দিন, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হরিয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ আলী, কাটাখালি পৌরসভার এক নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মানিক, তিন নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের রহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলবর আলী, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি বজলুর রহমান, ৯ নম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পারিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী ভুলু, পারিলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম, হুজরীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, হুজরি পাড়া ইউনিয়নের মেম্বার আবুল কাশেম, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোরশেদ রঞ্জু, সহসভাপতি রিয়াজ মাস্টার, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, হুজরীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রফিক, মোহনপুর উপজেলার আওয়ামী লীগের নেতা এনামুল হক, সুলতান আলী, সানাউর রহমান, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মজিবুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক মিলন মাস্টার, রাজশাহী জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক ও উপপ্রচার সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু, নওহাটা পৌর ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন ও সাধারণ সম্পাদক রুমের আলীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর