• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

‘একাত্তরের রাজশাহী উপশহর: গণহত্যা, নির্যাতন ও গণকবর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

‘একাত্তরের রাজশাহী উপশহর: „গণহত্যা, নির্যাতন ও গণকবর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭০ সালে রাজশাহী থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য ও সাবেক মেয়র অ্যাডভোকেট এ এইচ এম আবদুল হাদী। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গবেষণা ও উন্নয়ন কালেকটিভ ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে এবং শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরণ্য শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রুহুল আমিন প্রামানিক। স্বাগত বক্তব্য দেন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ এর উপ-পরিচালক মাজহারুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন।

আলোচনা শেষে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মেসবাহ কামাল, হারুনুর রশিদ সিদ্দিকী সাপলু ও শাহীন তন্দ্রা। অনুষ্ঠানের সভাপতি করেন গ্রন্থটির প্রকাশক ও আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো খবর