নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, কোনো কোনো প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখানোর কারণে তারা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।
স্থানীয়রা জানান, ধানকাটা শুরু হওয়ায় ভোটার উপস্থিতি কম।
এদিকে প্রিসাইডিং কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, ভোটার উপস্থিতি কম। এছাড়া কোনো কোনো প্রার্থীর এজেন্ট অনুপস্থিত রয়েছেন। তবে এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে কিনা তা তিনি জানেন না। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২০০ জন।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।