• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

এক বাইকে চার আরোহী, দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৩১ মে, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার ভোরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের ৩৫ বছর বয়সী তৌহিদুল ইসলাম, একই এলাকার ৪৮ বছর বয়সী আমীন শেখ এবং ৫৫ বছর বয়সী আলমাস আলী। এ সময় আহত হয়েছেন আমিন শেখের ভাই ৩৫ বছর বয়সী সালেকুল ইসলাম।

দেবীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন জানান, বুধবার ভোরে বোদা থেকে দেবীগঞ্জের উদ্দেশে চারজন একটি মোটরসাইকেলে রওনা দেন। পথিমধ্যে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কালুরহাট কাটনহারি এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছভর্তি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তৌহিদুল ইসলাম ও আমিন শেখ। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

তিনি আরও জানান, আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে পথচারীদের সহযোগীতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলীর মৃত্যু হয়।

ওসি জানান, গাছভর্তি ট্রাক্টরটি জব্দ করা গেলেও ট্রাক্টরচালক পালিয়ে যান।


আরো খবর