প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে ৫ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। আর্চার সাগর ইসলামই একমাত্র সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।
আসরে তার উপর সকলের আশা ছিল। বাস্তবতার বিচারে সাগর ইসলাম আলিম্পিকে পদক জিতবেন এমন আশা ছিল না। তবে শক্ত লাড়াইয়ের আশা ছিল সকলের। আজ এলিমিনেশন রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে তাকে।
টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জয়ী ইতালির মাউরো নেসপোলির কাছে তিন সেটে হেরে বিদায় নিতে হয়েছে সাগরকে। প্রথম রাউন্ডেই তিন পয়েন্টে পিছিয়ে পরেন তিনি। প্রথম রাউন্ডে করেন ২৭ স্কোর। অন্যদিকে নেসপেলি ৩০ স্কোর করেন। পরের দুই সেটেও জয় নিয়ে সাগরের বিদায় নিশ্চিত করেন ইতালিয়ান এই আর্চার।
সাগরের বিদায়ের মাধ্যমে বাংলাদেশের অলিম্পিক যাত্রা আক্ষরিক অর্থে শেষই বলা চলে। পাঁচ অ্যাথলেটের মধ্যে তিনজনই বিদায় নিয়েছেন। বাকি আছেন দুজন।