• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে সাকিব

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে ফের নিয়োগ করা হয়েছে সাকিব আল হাসানকে, যার নেতৃত্বে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলবে টাইগাররা।

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়া তামিম ইকবাল গত ৩ আগস্ট অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার পর টাইগারদের সেনাপতি হলেন সাকিব।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক সময়ে দলের দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে সাকিবকে। আসন্ন এশিয়া কাপের পর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজ রয়েছে দলের। এরপর ৫ অক্টোবর থেকে বিশ্বকাপে লড়তে হবে সাকিব বাহিনীকে।

ওয়ানডে অধিনায়ক হওয়ার মধ্য দিয়ে তিন ফরম্যাটেই এখন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব।

এর আগে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত সময়ে ৪৯টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব। এর মধ্যে ২২টিতে জয়ী হয় দল। পরবর্তী সময়ে ২০১৫ ও ২০১৭ সালে আরও তিনটি ওয়ানডেতে দলের নেতৃত্বের ভার পড়ে সাকিবের ওপর।

এখন পর্যন্ত ১৯টি টেস্ট ও ৩৯টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে সাকিবের ওয়ানডে ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ।


আরো খবর