এক ম্যাচের জন্য বদল হচ্ছে লখনৌর রঙ। কলকাতার মাটিতে কলকাতা শহরের চিরপরিচিত সবুজ-মেরুন রঙে মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্টস। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। কেবল এই এক ম্যাচের জন্যই নিজেদের নীল জার্সিতে পরিবর্তন ঘটাচ্ছে লখনৌ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের জার্সি পরিবর্তনের কথা নিশ্চিত করেছে দলটি।
শনিবার নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জার্সিবদল করার কথা জানিয়েছেন লখনৌ। সেখানে লেখা, ‘‘বড় ম্যাচের জন্য নতুন রং।’ সঙ্গে বাংলা অক্ষরে লেখা, ‘কাল দেখা হবে।’ বেশ কয়েক জন ক্রিকেটারের একটি কোলাজ দেওয়া হয়েছে পোস্টের সঙ্গে।
সবুজ ও মেরুন জার্সিতে সেই ফটোশ্যুটে অংশ নিয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল, ক্রুনাল পান্ডিয়া, নাভিন-উল হক, মার্কাস স্টয়নিস, কুইন্টন ডি’কক, রবি বিষ্ণোই ও নিকোলাস পুরান।
এক ম্যাচের জন্য এমন পরিবর্তনের কারণ, কলকাতা মানুষের সমর্থন আদায় আর নিজেদের উপস্থিতি জানান দেয়া। ভারতের ফুটবলে সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি মোহনবাগান। এশিয়ার অন্যতম পুরাতন এই ক্লাবটি কলকাতারই এক অবিচ্ছেদ্য অংশ। আর এর মালিকানায় আছেন সঞ্জীব গোয়েঙ্কা। যিনি আবার লখনৌ সুপার জায়ান্টসের মালিকও বটে। সেই সূত্রেই মোহনবাগানের ঐতিহ্যবাহী মেরুন-সবুজ জার্সিতে খেলবে লখনৌ।
২০১৪ সাল থেকে ভারতের ফুটবলে বিনিয়োগ করেছিল একাধিক ইউরোপিয়ান ক্লাব। সেই সূত্র ধরেই কলকাতায় এসেছিল স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ। আইএসএলের প্রথম আসরে তারা ছিল অ্যাতলেটিকো ডি কলকাতা নামে। পরবর্তীতে ২০১৭ সালে মোহনবাগানের সঙ্গে একীভূত হয় এটিকে গ্রুপ। সেই সময় থেকেই মোহনবাগানের মালিকানায় চলে আসেন সঞ্জীব গোয়েঙ্কা।
এরপর নিজেই কিনে নেন অ্যাতলেটিকো মাদ্রিদের শেয়ার। মোহনবাগান হয়ে যায় ‘মোহনবাগান সুপার জায়ান্টস’। কলকাতার মাটিতে সেই মোহনবাগানের জার্সির সঙ্গে মিল রেখেই মাঠে নামবে লখনৌ।
তবে এ বারই প্রথম জার্সিবদল করছে না লখনৌ। গত বার কেকেআরের বিরুদ্ধে এই ইডেনেই সবুজ-মেরুন জার্সি পরে নেমেছিলেন লখনৌ ক্রিকেটারেরা। সেটি ছিল গ্রুপ পর্বে কেকেআরের শেষ ম্যাচ। প্লে-অফে জিততে হলে বড় ব্যবধানে সেই ম্যাচে কলকাতাকে জিততে হত। কিন্তু সেই ম্যাচ হেরে যায় দলটি।