• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

খেটে খাওয়া মানুষের জন্য আরএমপি’র উদ্যোগ ৬০০ টাকা কেজি গরুর মাংস বিক্রি

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
খেটে খাওয়া মানুষের জন্য আরএমপি’র উদ্যোগ ৬০০ টাকা কেজি গরুর মাংস বিক্রি
খেটে খাওয়া মানুষের জন্য আরএমপি’র উদ্যোগ ৬০০ টাকা কেজি গরুর মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক
চলতি রমজান মাসে  খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও কম দামে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।  সোমবার রাজশাহী পুলিশ লাইনস্-এ সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে খেটে খাওয়া মানুষের কাছে বিক্রির এই উদ্যোগ নেন আরএমপি। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী মহাগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছিল না। এ সংক্রান্ত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্যারের নজরে আসে। তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা ভেবে রমজান মাসে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন। খেটে খাওয়া মানুষ একদিকে যেমন সরকারি মূল্যে গরুর মাংস ক্রয় করতে পারবেন, অন্যদিকে ব্যবসায়ীরাও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ে উদ্যোগী হবেন।
এরই ধারাবাহিকতায় আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্-এ প্রায় ৯ মণ ওজনের একটি গরু জবাই করা হয়।  এই গরুর মাংস সরকারি নির্ধারিত ৬৬৪ টাকা দামের চেয়েও কম দামে ৬০০ টাকা কেজি দরে নগরীর খেটে খাওয়া মানুষ এ মাংস ক্রয় করেন। একজন সর্বোচ্চ ২ কেজি মাংস কিনতে পেরেছেন। এটি চলমান কার্যক্রম। পরবর্তীতে এই কার্যক্রমের ব্যাপ্তি বৃদ্ধি করা হবে।


আরো খবর