• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গরীতে সুবিধাবঞ্চিতদের জন্য বিদ্যানন্দের ‘সবাই মিলে শারদ আনন্দ’ অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন এই দুর্গোৎসবকে আরও আনন্দময় করে তুলতে সুবিধাবঞ্চিতদের জন্য ‘সবাই মিলে শারদ আনন্দ’-এর আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

রোববার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশস্) বিজয় বসাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সবাই মিলে শারদ আনন্দ’-এর উদ্বোধন করেন। এ আয়োজনে নিম্ন আয়ের মানুষ ১ টাকা থেকে ১০ টাকার মধ্যে শিশুদের নতুন কাপড়, চাল, ডাল, লবণ, তেল, মাছ, মুরগি, সবজি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করে।

প্রধান অতিথি বলেন, এর আগে রাজশাহীতে রমজান মাসে আরএমপি ও বিদ্যানন্দ অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও এতিমখানার শিশু-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। এবার পূজার আনন্দ ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও আমরা আয়োজন করেছি ‘‘সবাই মিলে শারদ আনন্দ’। এ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন যেভাবে এই মানুষের পাশে দাঁড়িয়েছে, তা খুবই প্রশংসনীয়। অতিরিক্ত পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে এ ধরনের মানবিক কাজের আয়োজন করার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ফারুক হোসেন বলেন, অতীতে আমাদের সকল ভাল কাজে আরএমপি’র সহযোগিতা পেয়েছি। আশা করছি ভবিষ্যতেও আরএমপি আমাদের পাশে থাকবে।


আরো খবর