• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে নির্দেশ

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক :

সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, ইসরায়েলকে বিলম্ব ছাড়াই জরুরি ভিত্তিতে গাজায়  প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে।

কয়েক সপ্তাহের মধ্যে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এমন সতর্কতার পর আদালতের এ আদেশ এলো। তবে ইসরায়েল সাহায্য বন্ধ করার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে।

আদালতের আদেশের প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘসহ অন্যদের সঙ্গে মিলে তারা গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে ত্রাণ সরবরাহ বজায় রাখতে কাজ করছে। তারা নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছে। মন্ত্রণালয় আরও বলেছে, গাজায় বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধ শুরুর জন্য হামাস দায়ী।

গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নিতে জানুয়ারিতে ইসরায়েলকে আদেশ দিয়েছিল দ্য হেগের এ আন্তর্জাতিক আদালত। এ আদেশ আরও জোরদারের আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপরই নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবাহ চালুর নির্দেশ এলো।

আইসিজের আদেশ আইনত মানা বাধ্যতামূলক। তবে এ আদালত আদেশের বাস্তবায়ন করতে পারে না।


আরো খবর