রাজশাহীর গোদাগাড়ীতে গলায় ফাঁদ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নে। মৃত যুবকের নাম মুরসালিন (২৬)। তিনি ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বাড়ির লোকজন মুরসালিনকে খাবার খাওয়ার জন্য ডাকলে তাকে ঘরে পাওয়া যায় নি। বাড়ির লোকজন আশপাশ এলাকাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান মেলে না। আজ সকাল ১০টার দিকে তার মেজ ভাই বাড়ির পুরোনো মাটির দেওয়ালের পরিত্যক্ত ঘরের দরজা খুলে দেখতে পায় তার ঝুলন্ত মরদেহ। পরে গোদাগাড়ী থানায় খবর দেয়া হলে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পরিবারের লোকজন জানান, ১৮ মে মুরসালিনের বাবা তাকে ধান কাটার কাজ করার কথা বলে। এসময় তিনি শরীর খারাপের কথা জানায়। তবে পরিবারের কারো সাথে তার কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না বলে জানিয়েছে তার পরিবার।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মতিন জানান, খবর পেয়ে মুরসালিনের মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এব্যাপা থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান থানার ওসি।