• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধে ৩জন নিহত

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১০ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। নিহতরা হলেন, উপজেলার ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছোটন (৫০), বড়গাছী কামারপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮)। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার দিকে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের উপর হামলার ঘটনা ঘটে। এখানে জমি নিয়ে সেলিম রেজা ও আসিফ আলি চাঁদের লোকজনের মধ্যে বিরোধ ছিলো। সোমবার সকালে জমিতে সেলিমের লোকজন ধান লাগাতে গেলে আসিফ আলির লোকজন হামলা চালায়। এতে অন্তত ১০জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত ঘোষণা করেন। নিহত ছোটন, মেহের আলি ও নাইমুল তিনজনই সেলি, রেজা পক্ষের লোক। ওসি জানান ঘটনাস্থল থেকে ২জনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দোষিদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে।


আরো খবর