• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গোদাগাড়ীতে দুই কেজি হেরোইনসহ মাদককারবারি গ্রেপ্তার 

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়। বৃহস্পতিবার দিনগত শেষ রাতে গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম আব্দুল হালিম ওরফে ডালিম (২৫)। তিনি গোদাগাড়ী উপজেলার দিয়াড়মানিকচক এলাকার সুরত আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নৌকায় নদী পার হয়ে আসামির বসতবাড়ি যায়। এসময় ঘেরাওকালে বাড়ির গেট খুলে পালানোর সময় ডালিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অপর জন দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরে গ্রেপ্তার আসামির বাড়ি থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়। ডালিম পলাতক আসামিসহ পরস্পর যোগসাজসে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ বিভিন্ন স্থানে বিক্রির বিষয়টি স্বীকার করে। এছাড়াও উদ্ধারকৃত হেরোইন বিক্রির জন্য মজুদ রেখেছিল বলে জানায়।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।


আরো খবর