রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নাহিদ নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টায় গোদাগাড়ী পৌরসভার সারাংপুর কাচারীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
শনিবার দুপুরে পদ্মানদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শিশু। নিহত নাহিদ (০৮) ওই এলাকার দুলালের ছেলে। নাহিদ সারাংপুর কাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীরা জানান, শনিবার দুপুর ১ টার দিকে নাহিদ ও তার চাচাত ভাই এক সাথে পদ্মায় গোসল করতে নামে। এক পর্যায়ে নাহিদকে না পেয়ে তার ভাই নাহিদের বাবাকে খবর দেয়। পরে সবাই খোঁজাখুঁজি করে নদী থেকে নিখোঁজ নাহিদের মরদেহ উদ্ধার করে।
গোদাগাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, নাহিদের মরদেহ শনিবার কাচারীপাড়া গোরস্থানে দাফন করা হয়।