রাজশাহীর গোদাগাড়ী থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করাে হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতর নাম তোফায়েল হোসেন। তিনি গোদাগাড়ীর মাদারপুর এলাকার আজিজুর রহমানের ছেলে।
জেলা পুলিশ জানায়,জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তোফায়েল গোদাগাড়ী থানার রেলবাজারের একটি খাবার হোটেলের সামনে ফেন্সিডিল নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করে।