• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গোদাগাড়ীতে হেরোইনসহ তিনজন আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে গোদাগাড়ীর শ্রীমন্তপুর এলাকায় এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো আরিয়ান (১৯), মিজানুর রহমান মমিন (১৯) ও ওসমান গণি। আরিয়ান গোদাগাড়ীর শীমন্তপুর গ্রামের: রফিকুল আলমের ছেলে, মিজানুর রহমান মমিন একই গ্রামের আব্দুল পাভেলের পুত্র, ওসমান গণি একই গ্রামের শহিদুলের পুত্র।

জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিডির একটি দল রাত সাড়ে ৯টার দিকে জানতে পারে গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গরুর হাট এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোদাগাড়ীর শ্রীমন্তপুর উপজেলা পশু হাসপাতাল হতে ডাইংপাড়া গ্রামের পাকা রাস্তার উত্তর পাশের্^ তিনজন ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি রুহুল আমিনের নেতৃত্বে রাত পৌণে ৯ টায় অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে আটক করে দেহ তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

পরে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

 


আরো খবর