• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন রাজশাহীতে পুকুর দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবি চাষির রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গোদাগাড়ীর ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা জেলার সদর থানার কানাইখালী শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম মামুন আলী (২৫)। তিনি গোদাগাড়ী থানার তাজেন্দ্রপুর এলাকার বারিক হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ভিকটিমের নিকট প্রতিবেশী। ভিকটিম পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। গত ১০ ফেব্রুয়ারী বিকেল সাড়ে চারটায় ভিকটিম গোদাগাড়ী থানার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের তার বাড়ীর পূর্ব পার্শ্বে এজাজুল হকের ভূট্টার জমিতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। একই জমিতে সাদ্দাম হোসেন ঘাস কাটছিল। বিকেল সাড়ে ৫টায় সময় ঘাস কাটার একপর্যায়ে সাদ্দাম হোসেন ভিকটিমকে জোর পূর্বক ঝাপটাইয়া ধরে মুখে গামছা পেঁচিয়ে ভুট্টার জমিতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।

কিছুক্ষন পর মামুন হোসেন ঘটনাস্থলে আসে এবং সাদ্দাম হোসেনকে বলে, আমাকে ধর্ষণ করতে না দিলে আমি ঘটনা সম্পর্কে স্থানীয় লোকজনদেরকে বলে দিব। পরবর্তীতে মামুন ও সাদ্দাম পরস্পর যোগসাজজে একাধিকবার ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার দায়ের পর থেকে আসামীরা আত্মগোপনে থাকেন ।

মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৫ নাটোর ক্যম্পের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার। গ্রেপ্তারের পর তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর