• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গোদাগাড়ী স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘ দিন পর একে অন্যের সাথে দেখা হলে অংশগ্রহণকারীরা আবেগ আপ্লুত হন। এসময় একে অপরের সাথে কুশল বিনিময় করেন, খোঁজ খবর নেন।
সকালে প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো: হামিদুজ্জামান, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো: আশরাফুজ্জামান ও সহকারী শিক্ষক খাদেমুল ইসলাম। আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৯৪ ব্যাচ পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক শামসুল আলম সোহেলের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯৪ ব্যাচের শিক্ষার্থী জিয়াউর রহমান।
একসাথে মধ্যান্যভোজের পর দ্বিতীয় পর্ব শুরু হয়। দ্বিতীয় পর্বে সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের এই প্লাটফর্ম আগামী দিনে আরো সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। আরো বড় পরিসরে মিলনমেলা করারও সিদ্ধান্ত হয়। এসময় এই প্লাটফর্মের সদস্যরা আগামীতে বন্ধুদের সুখে দু:খে একে অপরের পাশে থাকার ঘোষনা দেন।


আরো খবর