• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে  দিবসের সূচনা লগ্নে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ , মেয়র,রহনপুর পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও রহনপুর পৌর আওয়ামী লীগ, সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠন, উপজেলা পর্যায়ের বিভিন্ন এনজিও সহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে দিনের শুরুতেই শহীদদের স্মরণ করেন।
পরে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা”র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ হাসানুজ্জামান নুহ্, মহিলা- ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মাহফুজা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোস্তফা কামাল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, জনপ্রতিনিধি, সুধীজন স্থানীয় গণমাধ্যম কর্মীসহ সর্ব স্তরের জনগণ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো , প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযোদ্ধাদের সৌখিন খেলা, ভদ্র মহোদয়গণের দৌড় ও ভদ্র মহিলাদের  সৌখিন খেলার সহ বিভিন্ন খেলাধুলায় মুখরিত ছিল উপজেলা প্রশাসনের দিনব্যাপী  আয়োজন।একই স্থানে  বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা  ইউএনও নিশাত আনজুম অনন্যা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, তোজাম্মেল হক, পেয়ারা বেগম প্রমুখ। আলোচনর পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


আরো খবর