• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর বাসচালক হত্যাকাণ্ডের মূলহোতা নান্টুসহ গ্রেপ্তার দুই অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ী স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গোমস্তাপুর ও নাচোলে নেসকোর টানা ৬ দিন বিদ্যুৎ বন্ধের নোটিশ

গোমস্তাপুর প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লি :(নেসকো) টানা ৬ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ জারি করেছে।আগামী ২০-২৫ এপ্রিল সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রতিদিন (৯ ঘন্টা) করে বিদ্যুৎ বন্ধের এ নোটিশ জারি করা হয়।
বুধবার নেসকোর গোমস্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফেজ নাসিম বিন জসিম এ নোটিশ জারি করেন। নোটিশ সূত্রে জানা গেছে, নেসকোর এ বিক্রয় ও বিতরন বিভাগের অধীন গোমস্তাপুর ও নাচোল উপজেলার ৬ টি ফিডার রয়েছে। তার মধ্যে আগামী ২০ ও ২১ এপ্রিল রহনপুর পৌর এলাকায় , ২২ ও ২৩ এপ্রিল নাচোল পৌর এলাকা ও কসবা ইউনিয়নের কিছু অংশ,  ২৪ এপ্রিল গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন এবং ২৫ এপ্রিল গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কিছু অংশে ৯ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ  বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের আশেপাশের গাছের ডালপালা কর্তনের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে নোটিশে  উল্লেখ করা হয়েছে। এদিকে, চলতি তীব্র দাবদাহ ও বোরো সেচ মৌসুমে টানা ৬ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশে দুই উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা আবহাওয়ার বর্তমান অবস্থায় টানা ৬ দিন বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জানান,সামনে কালবৈশাখী মৌসুমকে সামনে রেখে আমাদের এ ব্যবস্থা নিতে হচ্ছে। তবে রহনপুর ও নাচোল পৌর এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এর ব্যতয় ঘটতে পারে বলে তিনি জানান। এ বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান, এভাবে টানা ২ দিন পৌর এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকলে পানি সরবরাহ ব্যাহত হবে। এতে নাগরিকরা সমস্যায় পড়বে।
তিনি  এ বিষয়ে বৃহস্পতিবার নেসকোর সাথে কথা বলবেন বলে জানান। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান,নেসকো বিদ্যুৎ লাইন রক্ষনাবেক্ষনের জন্য এ কাজটা হাতে নিয়েছে। তার উপজেলায় টানা ৪ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে তিনিও নেসকোর সাথে কথা বলবেন বলে জানান।


আরো খবর