• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

গ্যাসের দাম আরো কমলো: এখন ১২ কেজির সিলিন্ডার ৯৯৯ টাকা

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ৩ জুলাই, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটি সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জুলাই মাসের জন্য বিইআরসির সমন্বয়কৃত মূল্য অনুযায়ী, মূল্য সংযোজন কর তথা মূসকসহ এলপিজির ১২ কেজির সিলিন্ডার কিনতে ৯৯৯ টাকা গুনতে হবে ভোক্তাকে। জুনে এ পরিমাণ গ্যাসভর্তি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। সে অনুযায়ী ১২ কেজির সিলিন্ডারের দাম কমেছে ৭৫ টাকা।

বিইআরসি জানিয়েছে, সমন্বয়কৃত মূল্য সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে জুনে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ৭৪ টাকা ঠিক করে বিইআরসি। তারও আগে মে মাসে সমপরিমাণ এলপিজির দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৩২ টাকা।

চলতি বছরের এপ্রিলে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা।


আরো খবর