• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর বাসচালক হত্যাকাণ্ডের মূলহোতা নান্টুসহ গ্রেপ্তার দুই অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ী স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

চরমাজারদিয়ায় গণসংযোগ করলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৮ মে, ২০২৪

রাজশাহীর পবা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন (বৈদ্যুতিক পাখা প্রতিক) দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। প্রতিদিনের গণসংযোগের অংশ হিসাবে তিনি আজ শনিবার পবার চরমাজারদিয়া প্রত্যান্ত এলাকায় গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি চরের মানুষের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন ও তার বৈদ্যুতিক পাখা প্রতিকে ভোট ও দোয়া চান। একই সাথে তিনি স্থানীয় একটি যুব ক্লাবের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

সকালের দিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন পবার প্রত্যান্ত এলাকা চরমাজারদিয়ার পূর্বপাড়া, স্কুলপাড়া, পশ্চিমপাড়াসহ বেশ কিছু এলাকায় যান ও সেখানকার ভোটারদের সাথে কথা বলেন। সাথে ভোটারদের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের সময় তিনি তার বৈদ্যুতিক পাখা প্রতিকে ভোট ও সকলের দোয়া চান। দিনভর গণসংযোগ শেষে তিনি চরমাজারদিয়া এলাকার একটি যুব ক্লাবের সদস্য ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে পপি বলেন, প্রত্যান্ত এলাকা চরমাজারদিয়া। নির্বাচন এলে ভোটের আশায় প্রার্থীরা এই এলাকায় আসেন, ভোট নেন, আবার চলে যান। কিন্তু ভোটের পর জনপ্রতিনিধিরা আর চরের মানুষের খোঁজ খবর রাখেন না। চরের মানুষের অনেক সমস্যা আছে। যা জনপ্রতিনিধিরা কখনো শোনেন না।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি, আমাকে আপনাদের মেয়ে মনে করে যদি ভোট দেন আমি বিজয়ী হলে আপনাদের সমস্যা শুনবো, পর্যায়ক্রমে সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তিনি চরবাসির উদ্দেশ্যে বলেন, আমি বিজয়ী হলে আমার কাছে আপনাদের যেতে হবে না, আমি নিজে আপনাদের কাছে আসবো। খোঁজ খবর নিবো।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির, ব্যবসায়ী শুকুর আলী, শামসুল ইসলাম, সালমান রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা।

 

 


আরো খবর