চাঁদাবাজি, র্যাগিং ও নানা অনিয়মে জড়িত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিদ মোবারকসহ ২০ নেতাকর্মীকে শাস্তি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রামেকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।
রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, যতটুকু জানতে পারছি বিগত সরকারের রাজনৈতিক ইন্ধনেই এসব হয়েছে। মোট ৪২-৪৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু তদন্ত করে বাকিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাই শুধু ২০ জনকেই বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে।