নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য সরকার আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে তাকে কারাগারে বন্দি রাখতে চায়। অবিলম্বে চাঁদের মুক্তির দাবি জানান মিনু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য রাখার দায়ে গ্রেপ্তারকৃত আবু সাঈদ চাঁদের মুক্তি ও ন্যায় বিচারের দাবিতে স্থানীয় বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু দাবি বলেন, বিচারপতি যারা তাদের সম্মান সর্বোচ্চ উপরে। কিন্তু সেটি আজ নষ্ট করে ফেলা হয়েছে। বিচারপতিরা আজ নিজেদের কর্মকাণ্ডে তাদের সম্মান নষ্ট করে ফেলেছেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ জেলা বিএনপি ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।