• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

চাঁপাইনবাবগঞ্জে ইসরায়েলদের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৬ মে, ২০২৪

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ইসরায়েলদের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে অবস্থান কর্মসূচী করে নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাঈফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আসিকুজ্জামান আসিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষার, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদসহ অন্যরা। তারা জানান,স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। ইসরায়েল বাহিনীদের সহিংসতা বন্ধ করতে হবে।

না হলে মুসলিম দেশ গুলো একত্রিত হয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বাংলাদেশের পতাকা ও ফিলিস্তিনিদের পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলে দেখা যায়।


আরো খবর