• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা, ১৭ মোটরসাইকেলে ভাঙচুর-আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগ অফিসে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ সময় অফিসের সামনে থাকা ১৭ টি মোটরসাইকেলে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়া হয়। এর আগে শিক্ষার্থীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়ের হামলা ও ভাঙচুর করে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিকালে তারা মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করছিলেন। এ সময় আওয়ামী লীগ অফিস থেকে তাদের নেতকর্মীরা মিছিলটিকে ধাওয়া করে। আন্দোলনকারীরাও পাল্টা ধাওয়া করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যান। এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে। অফিসের সামনে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়া হয়। আওয়ামী লীগ অফিসের কাছেই সংসদ সদস্য আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।

এদিকে বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড়ে ৩ টি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয় নি। কে বা কারা এ বিস্ফোরণ করেছে তা জানাতে পারেনি স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।


আরো খবর