• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

চাঁপাইনবাবগঞ্জে ডিজিএফআই এর ভুয়া পরিচালকসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিজিএফআই এর পরিচালক পরিচয় দিয়ে ব্যাংক ম্যানেজারকে ১০লাখ টাকা ঋণ নেয়ার জন্য চাপ দেয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে ভুয়া ডিজিএফআই পরিচালক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি মহল্লার এনামুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) ও তার সহযোগি নাচোল উপজেলার উত্তর মরিøকপুর গ্রামের খলিল উদ্দিন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৫২)। সোমবার দুপুরে তাদের নাচোল উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব থেকে আটক করা হয়।

নাচোল থানার ওসি তারেকুর রহমান বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিরাজুল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নাচোল বাজার শাখায় যান এবং নিজেকে ডিজিএফআই এর পরিচালক পরিচয় দিয়ে ব্যাংক ম্যানেজার আলমগীর হোসেনকে ১০লাখ টাকা ব্যাংক ঋণ দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

এসময় ব্যাংক ম্যানেজারের সন্দেহ হলে তিনি নাচোল থানায় খবর দেন। পরে পুলিশ ব্যাংকে উপস্থিত হয়ে সিরাজুল ইসলামকে আটক করলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া বলে স্বীকার করে। পরে সেখান থেকে তার সহযোগি রফিকুল আসলামকেও আটক করা হয়। এঘটনায় নাচোল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।


আরো খবর