• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

চাঁপাইনবাবগঞ্জে ভোক্তা অধিকার দিবস পালিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় ভোক্তার অধিকার ও আইনের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তার স্বার্থ সংরক্ষণে বিভিন্ন করনীয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, রমজানকে ঘিরে পন্যদ্রব্যের দাম বাড়ালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি পুরো মাসের জন্য আগাম না কিনে যতটুকু প্রয়োজন তা কেনার বিষয়ে ভোক্তাদের সচেতন থাকতে হবে। রমজান মাসে খাদ্যাভাসে ভাঁজা-পোড়া খাবার ত্যাগ করার পাশাপাশি অতিরিক্ত দাম নিলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান বক্তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. তাজেমুল হকসহ ব্যবসায়ী, জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও বিভিন্ন শ্রেণীপেশার ভোক্তারা।


আরো খবর