মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের শান্তিমোড় এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আশেপাশের পাঁচটি মহল্লার বাসিন্দারা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন। বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান, ওসি -তদন্ত এস এম মাকছুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুরু, জেলা মৎস্য লীগের সভাপতি এ্যাডভোকেট রবিউল আলম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, শিক্ষক আব্দুল মিঠুন, স্থানীয় আ.লীগ নেতা আয়াত নুর ইসলাম, সমাজসেবক মনিরা খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন- চাঁপাইবনাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর, মৃধাপাড়া, বাণীপাড়া, সোনারমোড় ও মাঝপাড়ায় দেদারসে বিক্রি হচ্ছে মাদক। এতে এলাকার যুব সমাজ ধংস হচ্ছে।
যা আগামী প্রজন্মের জন্য চরম অশনি সংকেত। মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তরা বলেন- মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় আপনাদের এলাকা থেকে বিতাড়িত করা হবে।