চাঁপাইনবাবগঞ্জে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার দুপুরে। এ সময় জেলার তাপমাত্রার পারদ ওঠে ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
চাঁপাইনবাবগঞ্জে আবাহাওয়া অফিস না থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবহাওয়া পর্যবেক্ষণ করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান, এক সপ্তাহের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে বইছে তাপপ্রবাহ। মঙ্গলবার বেলা ৩ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এটি শুধু এই মৌসুমে নয়, গত কয়েক বছরের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন তিনি।
এদিকে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিরূপ প্রকৃতির কাছে সামনে থমকে দাঁড়িয়েছে জনজীবন। পাশাপাশি খরতাপে ঝরে পড়ছে আম ও লিচু। তাপপ্রবাহের মধ্যে গত ২৫ এপ্রিল হিট স্ট্রোকে মারা যান সোনামসজিদ স্থল বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমীন।