চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহরের কলেজ মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর রণসঙ্গীত, প্রতিবাদি নৃত্য ও বিদ্রোহী কবিতা আবৃত্তি করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশ নেন। কর্মসূচির এক পর্যায়ে বিক্ষোভকারীদের মাঝে চকোলেট বিতরণ করা হয়। ওই চকোলেট দেয়া হয় পুলিশকে। পুলিশ সদস্যরা হাসিমুখে আন্দোলনকারীদের চকোলেট গ্রহন করেন।