নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে। একই সাথে উদ্ধার করা হয়েছে হেরোইন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মালবাগডাঙ্গা এলাকায় এ অভিযান চালায় র্যাব।
আটক মাদক কারবরীর নাম বজলুর রহমান (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মালবাগডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে।
আজ বুধবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর মালবাগডাঙ্গা এলাকার মাদক কারবারী বজলুর রহমান তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রির করছে। এমন সংবাদ পেয়ে র্যাব গভীর রাতে বজলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বজলু পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র্যাব। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
পরে আটক বজলুর রহমানকে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন মামলা দেয়া হয়েছে।