গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, বিএসএফ এর গুলিতে একজন নিহত ও একজন আহতের বিষয়ে শুনেছি। ঘটনা জানার পর আমাদের একটি টিম পাঠানো হয়েছিল। ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ। শুনেছি মরদেহ বিএসএফ নিয়ে গেছে।
রাধানগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে গরু আনার জন্য মঙ্গলবার দিবাগত রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায় কয়েকজন যুবক। এই সময় বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে সাইফুল ইসলাম নিহত হন। এই ঘটনার পর সাইফুল ইসলামের মরদেহ বিএসএফ নিয়ে যায়।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।