রাজশাহী জেলা গোয়েন্দ পুলিশের (ডিবি) একটি দল চারঘাট থানার বরকতপুর কর্মকারপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে মাদক কারবারী গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররকৃত নাম হাবিব বিশ্বাস (৩৫)। হাবিব বিশ^াস রাজশাহী জেলার চারঘাট থানার পূর্ব হুজারপাড়া গ্রামের আ: আজিজ বিশ^াসের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলার ডিবির পুলিশের একটি দল চারঘাট থানা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চারঘাট থানার বরকতপুর কর্মকারপাড়া গ্রামের আনোয়ারের সেনেটারি কারখানার সামনে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল রাত দেড়টার দিকে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাবিব বিশ^াসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার হয়। তাকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।