• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

চারঘাটে ককটেল বিস্ফোরণে দুইজন আহত

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর চারঘাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া আটটার দিকে  উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এতে দুইজন পথচারী আহত হয়েছেন।

আহতরা হলেন, চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের নুরুর ছেলে  বাবু (৩৫) ও খড়ের বাড়ি গ্রামের খবির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম (৪২)। চরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হবার কথা ছিল। নিরাপত্তার অযুহাতে নির্বাচন স্থগিত করেছে উপজেলা শিক্ষা অফিস। এই ঘটনাকে কেন্দ্র করে উক্ত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওসি আরো বলেন, আমরা এই ঘটানর কারা ঘটাতে পারে সেটি খুঁজে বের করার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা এই ঘটনার কার ঘটাতে পারে সেটি খুঁজে পেলে নিজেরাই বাদী হলে মামলা দায়ের করবো। এই ঘটনায় আইগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

 


আরো খবর