রাজশাহী সংবাদ ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার একটি চিড়িয়াখানার কর্মীকে কামড়ে ধরেছিল ১৫ ফুট লম্বা একটি কুমির। গত রোববার (১৭ মার্চ) এই ঘটনা ঘটে। ওইদিন কাওয়া-জুলু নাটালের ক্রিক থিম পার্কে ওই অভিজ্ঞ কর্মী চিড়িয়াখানার দর্শনার্থীদের কুমিরটি দেখাচ্ছিলেন।
ওই সময় তিনি কুমিরটিকে একটি লাঠি দিয়ে খোচাও দিচ্ছিলেন। ঠিক তখন কুমিরটি লাফ দিয়ে তাকে ধরে ফেলে। এই কর্মী চাচ্ছিলেন কুমিরটি যেন লাঠিতে কামড় দেয়। এর বদলে কুমিরটি তাকেই কামড়ে ধরে।
যে কুমিরটি কামড়ে ধরেছিল এটি নীল প্রজাতির। আর এই প্রজাতির কুমির বিশ্বে সবচেয়ে বড়। এই কুমিরটির কামড়ও সবচেয়ে শক্তিশালী।
ঘটনার সময় খাঁচায় দুটি কুমির ছিল। প্রথমটি কামড়ে ধরার পর ওই কুমিরও কর্মীকে কামড়ে ধরে।
ওই সময় দর্শনার্থীরা চিৎকার শুরু করেন। আর ওই কর্মী কুমিরের সঙ্গে ধস্তাধস্তি করতে থাকেন। একটি পর্যায়ে তাকে ছেড়ে দেয় কুমিরটি। তখন তিনি দৌড়ে নিরাপদস্থানে চলে যান।
সেখানে উপস্থিত এক দর্শনার্থী জানিয়েছেন, তারা কুমিরটিকে দেখছিলেন। ওই সময় হঠাৎ করে এটি চিড়িয়াখানার কর্মীকে কামড়ে ধরেন। কিন্তু তিনি নিজেই নিজেকে ছাড়িয়ে নিতে সমর্থ হন এবং ওই খাঁচা থেকে সরে যান।