• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

ছোট ভাইয়ের বউকে ধর্ষণের অভিযোগে ভাসুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৭ মে, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে ছোট ভাইয়ের বউকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে দায়ের করা মামলার ভাসুরে আবু সাইদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

জোর পুর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামী আবু সাইদ আজ সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন আদালতে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন।

বাদি পক্ষের আইনজীবী মাসুদ রানা জানান, ধর্ষণের অভিযোগে ওই নারীর দায়ের করা মামলায় আসামী আবু সাইদ আদালতকে জানিয়েছিলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি মর্মে তিনি মামলা করেছে। এ বিষয়টি আমলে নিয়ে আদালত ২৭ মে পর্যন্ত তাকে ৫ দিনের জামিন দেন।

আজ সোমবার পুনরায় আদালতে হাজির হয়ে আবু সাইদ জামিন চাইলে বাদি পক্ষের আইনজীবী ঘটনার পুরো বিষয়টি তুলে ধরেন। একই সাথে সাক্ষীরা তার বিপক্ষে সাক্ষ দেন। এসময় আসামী তার পক্ষে কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেন নি। যার প্রেক্ষিতে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক এলাকার ওই নারী রাতে খাওয়া দাওয়া শেষে তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঘরে লাইট জ্বালানো ছিল। বাড়ীর প্রধান গেটের দরজা বন্ধ থাকলেও ওই নারীর শয়ন কক্ষের দরজা খোলা ছিল। রাত ১ টার দিকে আবু সাইদ কৌশলে বাড়ির মেইন গেট দিয়ে ওই নারীর শয়ন কক্ষে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এলে সাইদ পালিয়ে যায়।

এরই প্রেক্ষিতে ওই নারী গোদাগাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


আরো খবর