• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

জনজীবন ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তার দায়িত্ব ছাত্র-জনতার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ পরিকল্পিত অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

তাই জনজীবন ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৪ আগস্ট) তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল থেকে উসকানি দিয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যার প্রচার-প্রোপাগান্ডা চালিয়েছে। দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে। জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র-নাগরিকদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।

তিনি বলেন, আপনারা এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে। সবাই নেমে আসুন।


আরো খবর